নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪ পিএম
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ পিএম
গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর জামিনে ছাড়া পেয়েছেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। আজ সোমবার (সেপ্টেম্বর) সন্ধ্যায় দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক মো. সালেহ উদ্দিনের জিম্মায় তাকে ছেড়ে দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জিম্মানামায় সালেহ উদ্দিন লিখেছেন, আনোয়ার হোসেন মঞ্জু শারীরিকভাবে গুরুতর অসুস্থ এবং বয়োবৃদ্ধ বিধায় তাকে বিজ্ঞ আদালত ও তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ভবিষ্যতে তলব করা মাত্র নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে হাজির করতে বাধ্য থাকবো এবং মামলার পরবর্তী নির্ধারিত তারিখের মধ্যে বিজ্ঞ আদালতে হাজির করবো। অন্যথায় বাংলাদেশের প্রচলিত আইনানুযায়ী আইন আমলে আসবো।
এর আগে বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
এর আগে, গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম জ্যেষ্ঠ নেতা আনোয়ার হোসেন মঞ্জুর নামেও ৫টি হত্যা মামলা হয়। তবে তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তা জানা যায়নি।
আনোয়ার হোসেন মঞ্জুর বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা। ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত সময়ে মঞ্জু দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন। তিনি পিরোজপুর–২ আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে এই আসনে প্রতিদ্বন্দিতা করেন তবে হেরে যান।
আনোয়ার হোসেন মঞ্জু এক সময় হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন। ১৯৯৬ সালে মঞ্জুর নেতৃত্বে জাতীয় পার্টির একটি অংশ মূল দল থেকে বেড়িয়ে আওয়ামী লীগকে সমর্থন দেয়। এ সময় তিনি যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পান। এরপর থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে আছে আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি (জেপি)।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh