Logo
×

Follow Us

রাজনীতি

সব জেলা ও মহানগরে বিক্ষোভ করবে স্বেচ্ছাসেবক দল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১

সব জেলা ও মহানগরে বিক্ষোভ করবে স্বেচ্ছাসেবক দল

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের লোগো। ফাইল ছবি

গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ নেতাকর্মীদের গাড়িবহরে হামলা ও হত্যার প্রতিবাদে দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) এই বিক্ষোভ কর্মসূচি পাল করবে দলটি।

গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমের কাছে পাঠানো এক বার্তায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।

শামসুদ্দিন দিদার বলেন, শুক্রবার বিকেলে গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ নেতাকর্মীদের গাড়িবহরে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র হামলা ও হত্যার প্রতিবাদে শনিবার দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

এর আগে, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে হামলায় একই কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী (দিদার) নিহত হন। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। এতে সাংবাদিকসহ আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলা ঘোনাপাড়া মোড়ে এই ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়।

আহতদের মধ্যে ১৬ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, ৩ জনকে টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে ও ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যান্যদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫