নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১০:৩৫ পিএম
আপডেট: ১৮ অক্টোবর ২০২৪, ১০:৪১ পিএম
তিন দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকালে মিছিলটি মিরপুরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যাকারীদের বিচার, চাঁদাবাজি বন্ধ এবং দ্রব্যমূল্যের সিন্ডিকেটদের গ্রেপ্তারের দাবিতে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের পল্লবী থানা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মিছিলে ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক মো. নাসির উদ্দীন, পল্লবী থানা দক্ষিণের আমির মো. আশরাফুল আলম, সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন, রূপনগর থানা সেক্রেটারি মো. মোশাররফ হোসেন, পল্লবী মধ্য থানা সেক্রেটারি জোবায়ের হোসেন, পল্লবী জোনের প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : জামায়াতের বিক্ষোভ পল্লবী মিরপুর জামায়াতে ইসলামী
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh