Logo
×

Follow Us

রাজনীতি

দেশে পৌঁছেছেন বিএনপি মহাসচিব

Icon

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৮:২৫

দেশে পৌঁছেছেন বিএনপি মহাসচিব

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় পারিবারিক সফর শেষে দেশে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে রাত সাড়ে ১০টার দিকে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পৌঁছান বিএনপি মহাসচিব।

গত ১১ অক্টোবর বড় মেয়ে ডা. শামারুহ মির্জা ও তার স্ত্রী রাহাত আরা বেগম এবং অন্য স্বজনদের সময় দিতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, মির্জা ফখরুল দম্পত্তির দুই মেয়ে। বড় মেয়ে ড. শামারুহ মির্জা ২০০৬ সাল থেকে অস্ট্রেলিয়াতে থাকেন স্বামী ও সন্তান নিয়ে। আর ছোট মেয়ে সাফারুহ মির্জা ঢাকায় একটি ইংরেজি স্কুলে শিক্ষকতা করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫