Logo
×

Follow Us

রাজনীতি

সরকার ও বিএনপির লক্ষ্য একই: তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ২১:০৬

সরকার ও বিএনপির লক্ষ্য একই: তারেক রহমান

তারেক রহমান। ছবি: সংগৃহীত

স্বৈরাচারের কোনো উসকানি বা গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকার ও বিএনপির লক্ষ্য-উদ্দেশ্য এক ও অভিন্ন। কাজেই ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর লেডিস ক্লাবে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে যেসব প্রশ্ন উঠছে, তাতে সরকারের কাজে বাধা আসতে পারে। তাই বিএনপি মনে করে, তাড়াহুড়ো না করে সুচিন্তিতভাবে সব সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ পরিস্থিতি এড়ানো যাবে।

এ সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক কলহ লাগিয়ে আওয়ামী লীগ ফায়দা লোটার চেষ্টা চালিয়েছে বলেও অভিযোগ তুলেন তিনি। তিনি বলেন, গেল ১৫ বছর মাফিয়া সরকার সন্ত্রাসীদের নিরাপত্তা নিশ্চিত করে সকল ধর্মের মানুষকে উৎকণ্ঠায় রেখেছিল। 

তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের কোনো উৎসব এলেই বিভিন্ন অপকর্মের চেষ্টা চালানো হতো। তবে সবার প্রতি আমাদের বার্তা হলো- ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।

পলাতকদের কোনো গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে সংখ্যালঘু বা সংখ্যাগুরু সবাই সমান। ২০২৪-এ অর্জিত স্বাধীনতা যেনো নষ্ট না হয় সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫