চট্টগ্রামের আদালতে ইসকনের মদদপুষ্ট সন্ত্রাসীদের দ্বারা আইনজীবী সাইফুল ইসলাম হত্যা এবং জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি।
জাতীয় নাগরিক কমিটির বৃহত্তর মিরপুরের পল্লবী, কাফরুল, মিরপুর ও রূপনগর থানার প্রতিনিধিরা এই বিক্ষোভের আয়োজন করেন। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল ইসলাম আদীব উপস্থিত ছিলেন।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) বেলা আড়াইটায় মিরপুরের পল্লবীর সিটি ক্লাবের মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিরপুর ১০ নাম্বারের স্বাধীনতা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে শহিদ পরিবারের পক্ষ থেকে শহিদ শাহরিয়ার হাসানের বাবা আবুল হাসান, শহিদ সিফাতের বাবা কামাল হাওলাদার, শহিদ কামরুন নাহারের ভাই, শহিদ সাইদুল ইসলামের মা, শহিদ আহসান হাবীবের বাবা বক্তব্য রাখেন।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত আবুল হোসেন সোহেল, ও জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন থানা প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
সমাবেশে শহিদ পরিবারের সদস্যরা অতিদ্রুত জুলাই আগস্টে আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসী এবং প্রশাসনের যারা সরাসরি হত্যার সাথে জড়িত ছিল তাদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।
কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল ইসলাম আদীব বলেন, আজকে মিরপুরের এই বিক্ষোভ মিছিল সুস্পষ্ট কয়েকটি দাবি নিয়ে। চট্টগ্রামে ইসকন সন্ত্রাসী দ্বারা আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতদের বিচার করতে হবে। জুলাই-আগস্টে গণহত্যার দায়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন করতে।
শহিদ মো. সিফাতের বাবা কামাল হাওলাদার বলেন, এই সরকার আমাদের সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে কিন্তু আজকে আমরা শহিদ পরিবারের সদস্যরা অবহেলিত। আমাদের সন্তানদের যারা খুন করেছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা তাদের বিচার চাই। খুনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের জন্য প্রয়োজনে আমরাও আমাদের সন্তানদের মত আবারো জীবন দিব।
সমাবেশে পল্লবী থানার প্রতিনিধি ইমরান নাঈমেট সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নাজমুস সায়েক, আবু ইউনুস মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh