হাই কমিশনে হামলা: ব্রাক্ষণবাড়িয়া নাগরিক কমিটির ক্ষোভ

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির ব্রাহ্মণবাড়িয়া শাখার নেতারা।

এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে এই ক্ষোভ জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ আতাউল্লাহ। এছাড়া বক্তব্য দেন জিহান মাহমুদ, মহিউদ্দিন খান, সাহিল আহমেদ,আক্কাস মীর ও সুজন আকবর,কাজী মুমিনুল হাসানসহ অন্যান্য নেতারা।

বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে আতাউল্লাহ বলেন, ভারতের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। সীমান্তের নিরাপত্তা রক্ষায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে সদা প্রস্তুত থাকতে হবে।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখা থেকে বক্তব্য রাখেন বোরহান উদ্দিন, সিয়াম প্রমুখ। যুব ফোরাম থেকে বক্তব্য দেন সভাপতি জুনায়েদ কাসেমীসহ অন্যরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh