ভারতের আগরতলা অভিমুখে লংমার্চের যাত্রাপথে কিশোরগঞ্জের ভৈরবে পথসভা করে বিএনপির তিন অঙ্গসংগঠন।
আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের শহরের নিউটাউন মোড় এলাকায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ কেন্দ্রীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সিনিয়র নেতাকর্মী। এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা ও ভৈরব উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হয়। লংমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
গাড়িবহর ঢাকা থেকে বের হওয়ার পর সড়কের দুই পাশে নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসময় তারা হাত নেড়ে, ফুল ছিটিয়ে গাড়িবহরকে স্বাগত জানান।
এদিকে বেলা দেড়টায় ভৈরব থেকে আগরতলামুখী লংমার্চ যাত্রা শুরু করেন। এসময় কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো: শরীফুল আলম লংমার্চের অংশ নেয়া গাড়ি বহরে থাকা নেতাকর্মীদের স্বাগত জানান।
এ সময় ‘দিল্লি না ঢাকা/ঢাকা- ঢাকা’, ‘ভারতের দালালেরা/হুঁশিয়ার সাবধান’সহ নানান স্লোগান দেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাতে ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা দেখা যায়।
প্রসঙ্গত, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্যসন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই লংমার্চ কর্মসূচি করছে বিএনপির তিন সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যুবদল ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh