ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না: জাতীয় নাগরিক কমিটি

আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনো রাষ্ট্রের ইঞ্জিনিয়ারিং সেক্টরে দুর্নীতি করছে, পুরাতন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হবে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে দুর্নীতিকে কোন ধরনের প্রশ্রয় দেওয়া হবে না- বলে হুশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা।

গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে (আইইবি) এক মতবিনিময় সভায় নেতারা এসব কথা বলেন।

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির ‘ইঞ্জিনিয়ারিং উইং’ এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী এম. ওয়ালিউল্লাহ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী আলী আম্মার মুয়াজ। অতিথি হিসেবে ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসাইন, যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত, কেন্দ্রীয় নির্বাহী সদস্য জয়নাল আবেদীন শিশির।

কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী এম. ওয়ালি উল্লাহ সভাপতির বক্তব্যে বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তে প্রকৌশলীদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী আলী আম্মার মুয়াজ বলেন, ‘প্রতিটি সেক্টরে ফ্যাসিবাদী ব্যবস্থার এস্টাব্লিশমেন্টের বিলোপ সাধন করতে হবে। প্রকৌশলীরা হবেন এর অগ্র সেনানী।’

কেন্দ্রীয় নির্বাহী সদস্য জয়নাল আবেদীন বলেন, ‘আমরা পূর্ব রাষ্ট্র ব্যবস্থার বেসিক পরিবর্তন নিশ্চিত  করবো।’

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত বলেন, ‘রক্তের বিনিময়ে অর্জিত সরকারের পক্ষে সমগ্র বাংলাদেশ। আগামীর বাংলাদেশ বিনির্মাণে ইঞ্জিনিয়ারগণ হবেন অগ্রণী শক্তি।’

সভার প্রধান অতিথি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসাইন বলেন, ‘আমরা জানতে পারছি স্বৈরাচাররা এখনো ইঞ্জিনিয়ারিং সেক্টরে দুর্নীতি করছে, আমরা তাদের অপসারণের জন্য সর্বাত্মক শক্তি প্রয়োগ করবো। কোন প্রকার দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না।’

অনুষ্ঠানে প্রায় শতাধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন, তারা রাষ্ট্রের ইঞ্জিনিয়ারিং সেক্টরের বিভিন্ন সংস্কার বিষয়ে মতামত তুলে ধরেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh