১৬ ডিসেম্বর চট্টগ্রামে জাতীয় নাগরিক কমিটির বিজয় উৎসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৯:১০

জাতীয় নাগরিক কমিটি। ছবি: সংগৃহীত
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রাম বিভাগে বিজয় উৎসবের আয়োজন করতে চলছে।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে ১৫ তারিখ দিবাগত রাত ১২টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক দান করা হবে।
১৬ তারিখ চট্টগ্রামের বিপ্লব উদ্যানে বিকাল ৩টায় বিজয় মিছিল (ষোলশহর টু বিপ্লব উদ্যান) ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এরপর বিকেল ৪.৩০ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা ৭.০০ ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।