নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭ পিএম
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ পিএম
১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ ডিসেম্বর মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করা হবে। অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন ও মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh