জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, বাংলাদেশের যত সংগ্রামের ইতিহাস, আওয়ামী লীগ কখনও ধারণ করেনি, ৭১ এর ইতিহাসকে আওয়ামী লীগ পকেটস্থ করতে চেয়েছে। যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, বুদ্ধিজীবীদের তারা মুছে ফেলতে চেয়েছে।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সামান্তা শারমিন বলেন, আওয়ামী লীগ ছাত্র-জনতার ত্যাগের ইতিহাস মুছে ফেলতে চেয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থান এগুলো আবারও ফিরিয়ে এনেছে। আগামী দিনে আমরা মনে করি, অভ্যুত্থানের তরুণ নেতৃত্ব বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্বের দরবারে তুলে ধরবে।
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আখতার হোসেন বলেন, ‘একাত্তরে যাঁরা বাংলাদেশের পক্ষে কথা বলতে পারতেন, বাংলাদেশকে গড়তে পারতেন—তেমন পেশাজীবী, আইনজীবী, শিক্ষক ও বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। আপনারা দেখে থাকবেন, আমরা এমন একটা বছরে আছি, দুই হাজার তরুণ ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। হত্যা করার পেছনে উদ্দেশ্য ছিল, বৈষম্য বিরোধী যে স্লোগান, সমতার যে স্লোগান, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেতনা, সেটাকে যেন দাবিয়ে রাখা যায়।’
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আরও বলেন, ‘যাঁরা প্রতিবাদী হয়ে ওঠেন, প্রতিটি সময়ে তাঁরাই হত্যাযজ্ঞের শিকার হন। সেই জায়গা থেকে চব্বিশের ১৪ ডিসেম্বর আরও বেশি গুরুত্ব বহন করে। আমরা মনে করি, আমাদের একটা দীর্ঘ লড়াই আছে। বাংলাদেশের বুদ্ধিজীবী অঙ্গনে অনেকেই আছেন, যাঁরা ১৫ বছর ধরে এই ফ্যাসিবাদের শাসন আমলকে বৈধতা দিয়ে গেছেন। আজকের বুদ্ধিজীবী দিবসে আমরা তাঁদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সামান্তা শারমিন আ. লীগ নাগরিক কমিটি শহীদ বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী দিবস জাতীয় নাগরিক কমিটি
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh