কারো তাবেদারির জন্য মুক্তিযুদ্ধ করিনি: রব

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, কৃষক-শ্রমিক-জনতা যে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করলো, চাকরির জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য। এটা যদি কার্যকরী হয়, ভাত-কাপড়ের জন্য কেউ মরবে না, বিনা চিকিৎসায় কেউ থাকবে না। আমাদের দেশ কেউ দখল করতে আসলে ১৮ কোটি মানুষ একসাথে লড়াই করব, তবেই হবে বিজয়। আমরা কারো তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করিনাই।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সকাল পৌনে ৮ টার দিকে স্মৃতিসৌধ চত্বরে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরো বলেন, এই লড়াই বাংলার মানুষের লড়াই, এই লড়াইয়ে আমাদের জিততে হবে। বাকিটা আপনারা করবেন, আমি করে গেলাম যতটুক পারলাম। 

তিনি বলেন, বিজয় হয়নাই এখনো, যেদিন সবাই ভাত খেতে পারবে, যেদিন সবার কাপড় হবে, যেদিন সবার বাসস্থান হবে, কর্ম হবে, চিকিৎসা হবে, সেইদিনই হবে বিজয়। আর এই মুহূর্তে দরকার সংস্কার। 

আ স ম রব বলেন, সংস্কার আগে নাকি নির্বাচন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আবু সাঈদ কি জীবন দিয়েছে নির্বাচনের জন্য? সংস্কার আগে চাই। নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এদেশের মানুষ সংস্কার চায়।

তিনি বলেন, এত বছর হয়েছে এখনো শহীদ মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবীদের তালিকা হয়নাই। তাহলে বিজয় হলো কিভাবে।

এ সময় জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মোহাম্মদ স্বপনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh