শিক্ষার্থী খুনের প্রতিবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আজ বুধবার (১৮ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,আমরা (জাতীয় নাগরিক কমিটি) অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে- সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানের যোদ্ধারা প্রাণনাশের হুমকি, হামলা ও হত্যার শিকার হচ্ছেন। গত বৃহস্পতিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। একইদিনে, গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবীর হোসেন শিহান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। গতকাল রাতে চট্টগ্রাম মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যোদ্ধা জসিম উদ্দিন স্থানীয় সন্ত্রাসীদের ছুরিকাঘাতের শিকার হন এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই হত্যাকাণ্ডের ঘটনাগুলোর দু'টিতে ইতোমধ্যে মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এই হত্যাকাণ্ডগুলোর ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি পরিলক্ষিত হচ্ছে। আত্মপ্রকাশের পর থেকেই জাতীয় নাগরিক কমিটি বলে আসছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে মানুষের জান-মাল রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। চার মাস অতিবাহিত হওয়ার পরও এহেন পরিস্থিতি পর্যবেক্ষণে আমরা উদ্বিগ্ন। নতুন বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানাই।
এছাড়াও, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি- ফ্যাসিবাদি হাসিনার দোসর গণহত্যাকারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এদের উচ্ছিষ্টভোগীরা এখনও দেশে ও বিদেশে সক্রিয় অবস্থায় রয়েছে। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ফ্যাসিবাদের উচ্ছিষ্টভোগীদের দ্বারা ছাত্রহত্যার নির্দেশ প্রদান এবং গণহত্যাকারী ছাত্রলীগ কর্তৃক অভ্যুত্থানের শক্তি তরুণদের রক্ত চেয়ে বিবৃতি উক্ত ঘটনাগুলোর সাথে তাদের সংশ্লিষ্টতাকে ইঙ্গিত করে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে এই বিষয়টি আমলে নিয়ে অনতিবিলম্বে উক্ত হত্যার ঘটনাগুলোর তদন্তপূর্বক নেপথ্য তথ্য উদঘাটনের আহ্বান জানাই। পাশাপাশি নতুন বাংলাদেশে অবস্থানরত নিষিদ্ধ ফ্যাসিবাদি সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাই।
জাতীয় নাগরিক কমিটি মনে করে, অভ্যুত্থানের শক্তি ছাত্র-নাগরিকরা ফ্যাসিবাদি গণহত্যাকারী মানবতাবিরোধী হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে যেভাবে জুলাই মাসে প্রতিরোধ গড়ে তুলেছিল, ঠিক সেভাবে দল-মত-পক্ষের ঊর্ধ্বে উঠে সংহত হয়ে ফ্যাসিবাদের সকল অবশেষ ও উচ্ছিষ্টভোগীদের মোকাবেলা করবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh