Logo
×

Follow Us

রাজনীতি

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপি: মির্জা ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৩১

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

অন্তবর্তীকালীন সরকা‌রের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার ভাষণে নির্বাচনের কোনো রোডম‌্যাপ না দেয়ায় বিএন‌পি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ব‌লেন, প্রধান উপদেষ্টা নির্বাচন নি‌য়ে সম্ভাব‌্য যে সময়সীমা দি‌য়ে‌ছেন এতে নির্বাচন নি‌য়ে ধোঁয়াশা তৈরি হ‌য়ে‌ছে। শুধু তাই নয়, প্রধান উপদেষ্টার প্রেস প‌রে নির্বাচন নি‌য়ে যে বক্তব‌্য দি‌য়েছেন তা পরস্পরবি‌রোধী। 

তিনি বলেন, নির্বাচন নি‌য়ে সরকার যে সময় নি‌চ্ছে বিএন‌পি সে‌টিকে যৌ‌ক্তিক ম‌নে ক‌রে না। নির্বাচন ক‌মিশন গঠন হ‌য়ে‌ছে, এখন নির্বাচনের রোডম‌্যা‌পের কো‌নো বাধা দেখ‌ছে না বিএন‌পি। 

নির্বাচন নিয়ে প্রেস সেক্রেটারি ও প্রধান উপদেষ্টার বক্তব্য পরস্পরবিরোধী যা জনমনে বিভ্রান্ত সৃষ্টি করবে উল্লেখ করে ফখরুল বলেন, নির্বাচনের সময় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে নেয়া উচিত। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। 

সংবাদ সম্মেলনে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর রায়কে স্বাগতও জানান ফখরুল। জানান, বিএনপি চেয়ারপারসন শারীরিকভাবে সুস্থ না হওয়ায় ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করেছে মুক্তিযোদ্ধা দল। ওই সমাবেশে অংশ নেয়ার কথা ছিলো বিএনপি চেয়ারপারসনের।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫