সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবসে জাতীয় মুক্তি কাউন্সিলের শ্রদ্ধার্ঘ্য

জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে তোপখানা রোডস্থ হাইকোর্ট মোড়ে সাম্রাজ্যবাদবিরোধী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আজ বুধবার (১ জানুয়ারি) সকাল ৯ টায় জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিমের নেতৃত্বে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণে অংশ নেন জাতীয় মুক্তি কাউন্সিল সংগঠক হেমন্ত দাস, মিতু সরকার, মাহফুজুল হক, জয়ন্ত কুমার শাওন, মো. বুরহান ও অনন্ত সরকার।

পুস্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থা ধ্বংসে স্লোগান দেন। 

উল্লেখ্য, ১৯৭৩ সনের ১ জানুয়ারি এই দিনে ভিয়েতনামে মার্কিন বোমারু বিমানের বর্বরোচিত হামলার প্রতিবাদে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মিছিলে শেখ মুজিবুর রহমানের সরকার গুলিবর্ষণের নির্দেশ দেয়। গুলিবর্ষণে নিহত হয়েছিল ছাত্রনেতা মতিউল ও কাদের। তার পর থেকে প্রতিবছর এই দিন সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh