নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে অস্থিতিশীল পরিস্থি সৃষ্টির শঙ্কায় ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ শনিবার (৪ ডিসেম্বর) ভোরে নগরীর ভাটারখাল এবং কেডিসি বসতিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ছাত্রলীগের কর্মী তারেক শাহ, সাবেক কাউন্সিলরের ছেলে এনাউল হাসান, আবু ছাইম চৌধুরী, ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ গাজী, সদস্য মহিউদ্দিন সিকদার, রাব্বি হাওলাদার শান্ত, আতিকুল ইসলাম জিহাদ ও যুবলীগ নেতা মো. মশিউর রহমান।
গ্রেপ্তার সবাই বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লার অনুসারী। গত ৪ আগস্ট বরিশালে বিএনপির অফিস পোড়ানাসহ কয়েকটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৪ জানুয়ারি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে কোতয়ালী মডেল থানা পুলিশ ও র্যাব ৮ সদস্যরা পৃথকভাবে অভিযান পরিচালনা করে ছাত্রলীগ এবং যুবলীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করে।
ওসি বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা বরিশাল জেলা ও মহানগর বিএনপির অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগ মামলার আসামি। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ জানুয়ারি গভীর রাতে বরিশাল নগরীতে চোরাগুপ্তা মিছিল বের করেছে সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা। এমন একটি ভিডিও প্রচার করা হয় আওয়ামী লীগের ফেসবুক পেজে। এর পরপরই বরিশাল নগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়। রাতভর সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের টহল তৎপরতা চোখে পড়ে। ৪ জানুয়ারিও দিনভর তাদের এ কার্যক্রম অব্যাহত ছিল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh