নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ পিএম
আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ পিএম
জুলাই ঘোষণাপত্রের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করবে জাতীয় নাগরিক কমিটি। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামীকাল দুপুর সাড়ে ১২টায় মিরপুর ১০ নাম্বার গোলচত্বরে লিফলেট বিতরণ কর্মসূচিতে থাকবেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।
বিকাল সাড়ে ৩ টায় মোহাম্মদপুর টাউন হলে লিফলেট বিতরণে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।
বিকাল ৪ টায় যাত্রাবাড়ী চৌরাস্তায় লিফলেট বিতরণে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : জাতীয় নাগরিক কমিটি জুলাই ঘোষণাপত্র
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh