ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ করবে জাতীয় নাগরিক কমিটি

জুলাই ঘোষণাপত্রের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করবে জাতীয় নাগরিক কমিটি। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আগামীকাল দুপুর সাড়ে ১২টায় মিরপুর ১০ নাম্বার গোলচত্বরে লিফলেট বিতরণ কর্মসূচিতে থাকবেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। 

বিকাল সাড়ে ৩ টায় মোহাম্মদপুর টাউন হলে লিফলেট বিতরণে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। 

বিকাল ৪ টায় যাত্রাবাড়ী চৌরাস্তায় লিফলেট বিতরণে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh