গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
তিনি বলেছেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তী সময়ে এখনও দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য ক্ষেত্রে বৈষম্য পরিলক্ষিত হচ্ছে। ফ্যাসিস্ট সরকার হটানোর পরেও এখনও লুটপাট, চাঁদাবাজি চলমান। বিশেষ করে আন্দোলনে শহিদ হওয়া ভাইদের ফ্যামিলি ও আহত ভাইদের সাথে বৈষম্য করা হচ্ছে’।
আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ২টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি এমএম সালাউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মানসুর।
ফয়জুল করীম বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলন নামক শিরোনামে ২৪-এর গণঅভ্যুত্থান হলেও সমাজে এখনও বৈষম্য বিদ্যমান। একাত্তরে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সব থেকে বেশি বৈষম্যের শিকার হয়ে আসছে ইসলামপন্থিরা। আগামীতে এমনটা হওয়ার সুযোগ দেওয়া হবে না। এদেশ হবে ইসলামপন্থিদের দেশ। এজন্য ছাত্রজনতাসহ সর্বস্তরের তৃণমূলকে সবসময় অধিকার আদায়ের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।’
সম্মেলন শেষে ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার ২০২৫ সেশনের কমিটি ঘোষণা করা হয়। নব-গঠিত কমিটিতে এমএম সালাউদ্দিনকে পুনরায় সভাপতি এবং এবং ফয়জুল করিমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি করা হয়েছে সাজিদুর রহমানকে।
আন্দোলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তথ্য গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক লোকমান হাকিম, জেলার সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ ইদ্রিস আলী, ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহসহ অনেকে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ইসলামী আন্দোলন মুফতি ফয়জুল করীম
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh