কারাগারে অসুস্থ হওয়ার পর ঢামেকে সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার

কারাগারে অসুস্থ হওয়ার পর সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

আজ বুধবার (১৫ জানুয়ারি) ৭টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের মেডিসিন ভবনের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। 

তিনি বলেন, ‘আজ সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তার পরীক্ষা-নিরীক্ষা শেষে ৬০১ নং ওয়ার্ডে ভর্তি দেন।’

তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী চানমিয়া জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আজ সকালের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষীর প্রহরায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভর্তি দেন দায়িত্বরত চিকিৎসক। কোন মামলায় তিনি কারাগারে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh