হয় ফ্যাসিবাদ থাকবে না হয় আমরা থাকব: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশে হয় ফ্যাসিবাদ থাকবে না হয় আমরা থাকব। এখানে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে হয় তাহলে সেটা আমাদের রক্তের ওপর দিয়ে করাতে হবে। যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চান—তারা জাতীয় স্বার্থ ত্যাগ করে বেঈমানি করছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলিয়া মাদরাসা ও ক্বওমী মাদরাসার আলেম ওলামাদের সঙ্গে একটি মতবিনমিয়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, এই বাংলাদেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না। ভোট বাড়ানোর জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা না করে আওয়ামী লীগ যে এত বছর অত্যাচার-নির্যাতন করেছে তার বিচারের জন্য আওয়াজ তুলুন, আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি বিচারের জন্য আওয়াজ তোলেন, আমরা প্রয়োজনে আবার রাস্তায় নামব।’

এসময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রয়েছে, আমরা আপনাদের অবদানকে স্বীকার করছি—আপনারা দীর্ঘ ১৬ বছর নির্যাতন-নিপীড়ন অত্যাচারে মধ্য দিয়ে সময় পার করেছেন। মামলার ভয়ে এখানে-সেখানে পালিয়ে বেড়িয়েছেন। আপনারা কিভাবে এতো সহজে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন-নিপীড়ন ভুলে গেলেন? মনে রাখবেন, আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করেছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদেরকেই হত্যা করেছে। সুতরাং আপনারা যারা মনে করছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করলে আওয়ামী লীগ আপনাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে সেটা ভুল ভাবছেন।

ফ্যাসিবাদ আর জুলুম যারা কায়েম করেছে আপনারা যদি তাদের পক্ষে দাঁড়ান তাহলে সেটা হবে মজলুমদের বিপক্ষে আপনার অবস্থান উল্লেখ করে হাসনাত বলেন, ‘আমরা আমাদের দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাব। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে সবার অংশগ্রহণ থাকবে, যেখানে কোনো বিভাজন থাকবে না, যে যাই করুক না কেন আমরা ইতিবাচক কাজে প্রতিযোগিতা করব।’



 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh