খালেদা জিয়া সুস্থ অবস্থাতেই জেল গিয়েছিলেন, তাকে তিলে তিলে হত্যা করার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।
গতকাল রবিবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত এক দোয়া-মহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া জানেন তিনি দেশে ফিরলেই জেলে যেতে হবে। তারপর তিনি জেলে যাওয়ার তিন দিন আগে লন্ডন থেকে দেশে ফিরেছেন। সেখানে কোটি মানুষ তাকে রিসিভ করেছে। উনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তাকে তিলে তিলে হত্যা করতে পরিকল্পনার জন্য এককভাবে দায়ী শেখ হাসিনা ও তার পরিবার।
তিনি আরও বলেন, লন্ডনেও শেখ হাসিনা ঘোষণা করে গিয়েছিলেন ‘উনি আর কতো বাঁচবেন’। আমরা মনে করি শহীদ আরাফাত রহমান কোকো, তারেক রহমান ও খালেদা জিয়াসহ জিয়া পরিবারের ওপর নির্যাতনের বিচার বাংলার জমিনে হবেই হবে।
তিনি আরও বলেন, এখনো ভারতের এজেন্টরা ষড়যন্ত্র করছে। ১/১১ তেও ষড়যন্ত্র করেছে। আর কতো? বর্ডারে প্রতিদিন গুলি করে মানুষ মারছে। বর্ডারে হত্যা বন্ধ করেন। যতো তাড়াতাড়ি সম্ভব দেশে নির্বাচন দিন। দেশ বর্তমানে অর্থনৈতিকভাবে দেউলিয়া। বিলিয়ন বিলিয়ন ডলার হাসিনা দেশের বাইরে চুরি করে নিয়ে গেছে। এই টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। তাই এই বছরেই অতিদ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।
আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর আবু নাছের শেখ ও শরফরাজ শরফুর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফির আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ প্রমুখ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : খালেদা জিয়া হত্যা এম এ মালেক বিএনপি
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh