‘জামায়াতের নিবন্ধন ফেরত না দেওয়া জুলুমের শামিল’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করার অপরাধে জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক বাতিল করেছে বিগত সরকার। এখনও তা ফেরত না দেওয়া জুলুমের শামিল।  

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নরসিংদীতে আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমরা চাই গণহত্যার বিচার হোক। তবে এটাও চাই কেউ যেন অবিচারের সম্মুখীন না হন। বিগত ১৭ বছরে সর্বোচ্চ অবিচারের অভিজ্ঞতা থেকেই এ কথা বলছি।

তিনি বলেন, গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন এখন জাতীয় দাবি। জামায়াতে ইসলাম এসব দাবির সঙ্গে একমত।

২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে জামায়াত আপসহীন থাকবেও বলে এ সময় মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh