অন্তর্বর্তী সরকার জননিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে না পাওয়া চলতি বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আশা করেছিলাম কিছুটা সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে, কিছুটা উন্নতি হলেও প্রত্যাশা অনুযায়ী হয়নি। চলমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে মনে হচ্ছে না।
নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি প্রস্তুত জানিয়ে তিনি বলেন, তবে এর আগে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে ঐকমত্যে পৌঁছানো জরুরি।
এনসিপির আহ্বায়ক বলেন, এক মাসের মধ্যে আমরা যদি ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে নির্বাচনের জন্য তৎক্ষণাৎ প্রস্তুত হবো। কিন্তু যদি বেশি সময় লাগে, তাহলে নির্বাচন পেছানো উচিত।
নাহিদ ইসলাম বলেন, শিগগির আমরা নতুন অফিসের জন্য ক্রাউডফান্ডিং শুরু করবো এবং নির্বাচনের জন্য একটি তহবিল গঠন করবো।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে ছাত্র-তরুণদের উদ্যোগে নতুন দল গঠন করেন নাহিদ ইসলাম। ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে সেই দলের আহ্বায়কের দায়িত্ব নেন তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় নির্বাচন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh