সংস্কার বিষয়ে যে ঐকমত্য হবে সেটা নিয়ে বিএনপি এগিয়ে যাবে বলে জানান দলটির এই নেতা।

বিএনপির সংস্কার প্রস্তাব কমিশনে যাবে রবিবার

জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে রবিবার প্রস্তাবনা জমা দেবে বিএনপি।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে।

পরে সাংবাদিকদের আমির খসরু বলেন, “রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈদেশিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সংস্কার কমিশনের যে ঐকমত্য সৃষ্টির চেষ্টা চলছে, তা নিয়ে আলোচনা হয়।”

“এখানে কারও দ্বিমত আছে। আমরা মনে করি, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের দ্বিমত থাকার কথা না।”

সংস্কার বিষয়ে যে ঐকমত্য হবে সেটা নিয়ে বিএনপি এগিয়ে যাবে বলে জানান দলটির এই নেতা।

আমির খসরু বলেন, “যেসব বিষয়ে ঐকমত্য হবে না, সেটা কোনো দল নির্বাচিত হয়ে সংসদে এসে আলোচনা, তর্ক-বিতর্কের পর পাস করবে।” রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গ এধরনের আলোচনা হয়েছে বলে আমির খসরু।

রাষ্ট্রদূত মিলারের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসেনর ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠনের প্রজ্ঞাপন গত ১২ ফেব্রুয়ারি জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও পদক্ষেপ নেওয়ার সুপারিশ করবে এই কমিশন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh