আমরা ভুল করলে শুধরে দেবেন: সারজিস

কোনো ভুল করলে শুধরে দেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতা সারজিস আলম।

সোমবার দুপুরে নিজ জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে এক পথসভায় এ কথা বলেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)।

সারজিস বলেন, “আমরা আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো, কারো নাতির মতো। আমরা কোনো ভুল করলে আপনারা শুধরে দেবেন। আমরা আপনাদের কথা শুনতে সবসময় প্রস্তুত।”

দল বা মার্কা নয়, প্রার্থীকে দেখে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি। বলেন, “আপনারা এতটুকু নিশ্চিত করবেন, এখন থেকে কোনো দলের বা কোনো মার্কার অন্ধ ভক্ত হওয়া যাবে না।

“যদি আপনারা অন্ধ ভক্ত হন, তাহলে আপনাদের মূল্য আর কেউ দেবে না। মনে করবে, কিছু দিলেও আছে, না দিলেও আছে। দেওয়ার দরকারটাই বা কী?”

‘ওই দিন এখন আর নাই’ মন্তব্য করে এনসিপি নেতা বলেন, “যদি ওই দিন থাকত, তাহলে এত বড় আন্দোলনের মুখে শেখ হাসিনা আর দেশ ছেড়ে পালাত না।

“আপনারা মনে রাখবেন, আপনাদের সন্তানরা এখন তাদের অধিকার সম্পর্কে সচেতন। আপনার সন্তানরা এখন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সর্বদা প্রস্তুত।”

এনসিপি বাংলাদেশের প্রত্যেকটি জেলা ও উপজেলায় কাজ শুরু করেছে বলেও জানান সারজিস। বলেন, “আমরা খুব শীঘ্রই আপনাদের দ্বারে দ্বারে যাব।”

‘নতুন বাংলাদেশ’ গড়বেন বলে তিনি বলেন, “এতদিন ধরে বাংলাদেশে যে বিভিন্ন সিস্টেমগুলো দেখেছি… বিভিন্ন অন্যায়, অত্যাচার, জুলুম, মিথ্যা মামলা, হয়রানি, চাঁদাবাজি, সিন্ডিকেট—এগুলো দেখেছি।

“এগুলোর বিরুদ্ধে আমরা আমাদের জায়গা থেকে সব সময় প্রতিবাদ জারি রাখব এবং যেখানে আমরা এগুলো দেখব, সেখানে আমরা এগুলো প্রতিহত করব।”

এগুলো কেবল ‘কথার কথা না’ বলে মন্তব্য করে এনসিপি নেতা বলেন, “আমরা কাজ করে দেখাতে চাই। আমরা খুব শিগগির জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদের দ্বারে দ্বারে পৌঁছে যাব।

“আমরা বিশ্বাস করি, আগামীর বাংলাদেশে যে নতুন বাংলাদেশ আসছে, সেখানে দলের নাম দেখে কিংবা কোনো মার্কা দেখে কেউ আর ভোট দেবে না। কোন বক্তা কেমন, কে কেমন কাজ করছে, কার কথার সাথে কাজের মিল কেমন, এইসব বিবেচনা করে ভোট দেবে।”

জনগণও একটা ভিজিএফ কার্ড, বা বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার আগে হাত পেতে বসে থাকে বলে মন্তব্য করে সারজিস বলেন, “নতুন বাংলাদেশে এগুলো হতে দেওয়া যাবে না। যে জায়গা থেকে জনপ্রতিনিধি হিসেবে কাজ না করে সাধারণ মানুষকে লুটপাট করবে, তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে আর মেনে নেওয়া যাবে না।

“৫ বছরে একদিন যদি তার কাছে আপনি কিছু নেন, তাহলে বাকি ৫ বছর সে আপনার রক্ত চুষবে। এই সুযোগ আর কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীকে দেওয়া যাবে না।”

দেবীগঞ্জে পথসভা শেষে সারজিস বোদার উদ্দেশে রওনা দেন। সেখানে ও সদরে পথসভা শেষ নিজ উপজেলা আটোয়ারীতে এক ইফতার মাহফিলে অংশ নেন তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh