Logo
×

Follow Us

সম্পর্ক

আপনার সম্পর্ক কনভিনিয়েন্ট রিলেশন নয়তো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৯

আপনার সম্পর্ক কনভিনিয়েন্ট রিলেশন নয়তো

ভালোবাসার সম্পর্কে দুজনে একসাথে সব দারুণ মুহূর্ত পার করেন। ছবি: সংগৃহীত

ভালবাসা হচ্ছে একটি মানবিক অনুভূতি বা বিশেষ কোনো মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালবাসা।

কনভিনিয়েন্ট রিলেশনশিপ আর ভালোবাসা এক ভাবলে ভুল করবেন, কেননা দুইটির মধ্যে পার্থক্য আছে। যদিও এ পার্থক্যটা খুবই সূক্ষ্ম। 

আপনি যখন কাউকে ভালবাসেন, তখন আপনার সঙ্গীকে খুশি করাই থাকে আপনার প্রধান লক্ষ্য। আর কনভিনিয়েন্ট রিলেশনশিপের ক্ষেত্রে দুজন মানুষের মধ্যে প্রেম থাকে, তবে তার চেয়ে বেশি থাকে নির্ভরতার বিষয়টি- সেটা আর্থিক বা শারীরিক যে কোনোটা হতে পারে।

প্রকৃত ভালোবাসা আর কনভিনিয়েন্ট রিলেশনশিপের পার্থক্য-

  • ভালবাসা কারো প্রতি অতিরিক্ত যত্নশীলতা কিংবা প্রতিক্ষেত্রে কারো উপস্থিতি অনুভব করা। অন্যদিকে, কনভিনিয়েন্ট রিলেশনে যারা থাকেন, তারা নিজেদের চাওয়া-পাওয়া পূরণ হলো কিনা সেদিকেই বেশি নজর দেন।
  • ভালোবাসার সম্পর্কে দুজনেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা করে থাকেন। আর কনভিনিয়েন্ট রিলেশনে থাকা সঙ্গীরা অনেক সময় সঙ্গীর খারাপ অবস্থায় তাদের ছেড়ে যায় বা যাওয়ার চিন্তা করেন, কারণ একসাথে ভবিষ্যৎ হয়তো তারা সেভাবে চিন্তা করেন না।
  • বিশেষ দিন গুলো মনে রেখে পালন করাটা প্রকৃত ভালোবাসা প্রকাশ করার খুব সুন্দর একটা উপায়। এসব দিনে ভালোবাসার মানুষকে খুশি করতে একজন প্রকৃত সঙ্গী অনেক পরিকল্পনা আগে থেকেই করে রাখে। অন্যদিকে কনভিনিয়েন্ট রিলেশনে থাকা দুজন সঙ্গী দিনক্ষণ মনে রাখলেও তা নিয়ে খুব একটা উৎসব করেন না।
  • যারা একে অপরকে ভালোবাসেন তারা নিজের সঙ্গীর সাথে বেশি করে সময় কাটাতে চান। সারা দিন কাজ শেষে বাড়ি ফিরে সঙ্গীর মুখ দেখতে পাওয়াটা তাদের কাছে ভালোবাসার একটা অংশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫