
ছবি: ইন্টারনেট
সম্পর্কে প্রাণ না থাকলে তা অতি সহজে ভেঙে যায়। একটি বন্ধনকে জাগিয়ে রাখতে চাই বিশ্বাস, বিশ্বস্ততা ও ছাড় দেওয়ার মানসিকতা। নয়তো দীর্ঘদিনের বন্ধনও সামান্য কারণে ম্লান হয়ে যায়। এক সময় দুজনের মধ্যে গভীর দুরত্ব সৃষ্টি হয়। প্রেমে ভাঙন শুরু হয়।
জানুন প্রেম ভেঙে যাওয়ার কারণ সম্পর্কে:
১. সম্পর্কে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হয়েই থাকে। তবে খুব ছোট বিষয় যখন বড় আকার ধারণ করে তখন প্রেম ম্লান হয়ে যায়। অথচ অতি অল্প সময়ে ঝামেলা মিটমাট করে ফেলা যায়। ঝামেলা মেটানোয় যত বেশি অন্তর্দ্বন্দ্ব হবে, ইগোজনিত সমস্যা হবে, প্রিয়জনের সাথে তত বেশি দুরত্ব সৃষ্টি হবে।
২. প্রিয়জনের সাথে আগে অনেক দেখা হলেও, ইদানিং যদি নানা বাহানায় দেখা কম হয়, তাহলে বুঝবেন সম্পর্ক ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। যা একসময় ভেঙে যাবে।
৩. প্রেমের সম্পর্ক বাঁচিয়ে রাখে বিশ্বাস। যদি অকারণে সঙ্গীকে অবিশ্বাস করেন, সে কোথায় কী করছে তা অতি আগ্রহে জানতে চান, তাহলে বুঝবেন তাঁর প্রতি আপনার বিশ্বাস কমে যাচ্ছে। আর এভাবেই দুজনের মধ্যে জটিলতা দেখা দেবে।
৪. ইদানিং কি সঙ্গীর সব কথা-ই আপনার বিরক্ত লাগে? তাহলে জেনে রাখুন আপনার মধ্যে ইতিমধ্যে ভাঙনের গুণ গুণ শুরু হয়ে গেছে। প্রিয়জনের কোনো কথা, কাজ একেবারে অসহ্য লাগলে সম্পর্কের অবনতি খুব দ্রুতই হবে।
৫. আপনি কি যেকোনো ভুলের দায় সঙ্গীর ওপর চাপিয়ে দেন? ছোট ছোট দোষগুলোও তাঁর ওপর চাপিয়ে দেন? আপনার ধারণা, তাঁর ভুলের কারণেই এমনটি হয়েছে। কিন্তু সব সময় এমনটি নাও হতে পারে। এ বিষয়টিই আপনি মানতে চান না বলে সম্পর্ক দ্রুতই ম্লান হয়ে যেতে পারে।