Logo
×

Follow Us

ধর্ম

হজযাত্রী নিবন্ধনের সময় ফের বাড়ল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ২১:৩৬

হজযাত্রী নিবন্ধনের সময় ফের বাড়ল

বিমানবন্দরে হজযাত্রী। ছবি: ফাইল

ষষ্ঠ দফায় কোটা পূরণ না হওয়ায় সপ্তমবারের মতো হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়ে আগামী বুধবার (৫ এপ্রিল) পর্যন্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো। নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে এবং উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ আছে।

এর আগে, আজ বৃহস্পতিবার ছিল ষষ্ঠ দফায় বাড়ানো হজযাত্রী নিবন্ধনের শেষ দিন। এদিন বিকেল ৪টা পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ১৪৮ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এ হিসাবে নিবন্ধনে এখনও বাকি রয়েছে আরও ৯ হাজার ৫০ জন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫