Logo
×

Follow Us

ধর্ম

হজে কত টাকা রাখা যাবে জানিয়ে দিল সৌদি আরব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ১৯:০৭

হজে কত টাকা রাখা যাবে জানিয়ে দিল সৌদি আরব

ফাইল ফটো

সৌদি আরবে ওমরাহ পালনকারীদের ১৬ হাজার ডলার বা ৬০ হাজার রিয়ালের বেশি নগদ অর্থ বহন না করার আহ্বান জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

নগদ অর্থ ছাড়াও ওমরাহ পালনের সময় কোন দামী জিনিসও সঙ্গে না রাখার অনুরোধ জানানো হয়েছে। খবর আল আরাবিয়ার। 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করে হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, সোনার বার, মূল্যবান পাথর এবং দামী ধাতু যেন সাথে না রাখেন ওমরাহকারীরা। এছাড়া ১৬ হাজার ডলার বা ৬০ হাজার রিয়ালের বেশি নগদ অর্থ সঙ্গে বহন না করতে উপদেশ দেওয়া হয়েছে।  মূলত ওমরাহ পালনকারীদের টার্গেট করে অর্থ আত্মসাতের চেষ্টা করছে একটি জালিয়াত চক্র। এ থেকে বাঁচতেই সাধারণ মানুষকে এ আহ্বান জানানো হয়েছে।  

ওমরাহকারীদের সতর্ক করে বলেছে, যদি কেউ মোবাইল ফোনে ব্যাংক সংক্রান্ত কোন অ্যাপস ইনস্টল করতে চান তাহলে সেটি যেন অফিসিয়াল সাইট থেকে করেন। তৃতীয় পক্ষের কোনো অ্যাপস এবং অপরিচিত ব্যক্তিদের কাছে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। অপরিচিত কোন নাম্বার থেকে ম্যাসেজ পেলে তার এড়িয়ে যেতে বলা হয়েছে।

এরপরও  কেউ জালিয়াতের শিকার হলে দ্রুত হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে অবহিত করতেও অনুরোধ করেছে দেশটির সরকার।

এ ছাড়া যে কেউ নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ এবং এর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন— এই অ্যাপের মাধ্যমে ই-ভিসা থেকে শুরু করে  হোটেল ও ফ্লাইট বুকিং দেওয়াসহ সব করা যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫