
হজ ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে বিমানবন্দর থেকে তোলা ছবি। ফাইল ছবি
চলতি হজ মৌসুমের ষষ্ঠ দিনে হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৯ হাজার ১৪৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। গতকাল শুক্রবার (২৪ মে) দিনগত রাতে হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।
সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার গেছেন ১৪ হাজার ৫৮৫ জন।
গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।