
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ সোমবার (১৯ জুন) পাবনায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন (বৃহস্পতিবার) এ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।
এর আগে, জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদ উল আজহার তারিখ নির্ধারণে সন্ধ্যায় বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি।
আজ সোমবার (১৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ বৈঠক অনুষ্ঠিত। এতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সভাপতিত্ব করেছেন।
প্রসঙ্গত, সৌদি আরবের আকাশে রবিবার ইসলামি ক্যালেন্ডারের বারোতম মাস জিলহজের চাঁদ দেখা যায়। ফলে দেশটিতে আগামী ২৮ জুন (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।