Logo
×

Follow Us

ধর্ম

প্রবাসীদের জন্য হজের খরচ কমালো সৌদি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৬

প্রবাসীদের জন্য হজের খরচ কমালো সৌদি

পবিত্র কাবা শরীফ। ফাইল ছবি

এবার নিজ দেশের নাগরিক ও প্রবাসীদের জন্য হজের খরচ কমিয়েছে সৌদি সরকার।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ১১ ফেব্রুয়ারি থেকে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয় ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করে নিজেদের নাগরিক এবং প্রবাসীদের হজ নিবন্ধন কার্যক্রম শুরু করে। মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও নুসুক অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন চলছে। এর মাধ্যমে খুব সহজেই নিবন্ধন করতে পারছেন হজ পালনে ইচ্ছুকরা। এছাড়া এবার সৌদির নাগরিক ও প্রবাসীদের জন্য হজের খরচ কমানো হয়েছে।

এবার অভ্যন্তরীণ হাজিদের জন্য চারটি প্যাকেজ থাকবে। যার মধ্যে একটি হলো ‘কম খরচের’ প্যাকেজ। এবার এই প্যাকেজটির মূল্য কমিয়ে করা হয়েছে ৩ হাজার ১৪৫ সৌদি রিয়াল। যা বাংলাদেশি মুদ্রায় ৯২ হাজার টাকা।

এছাড়া হাজিদের পরিবহনে আল মাসেয়ার ট্রেন সার্ভিসের ভাড়া ৪০০ রিয়াল থেকে ৩০০ রিয়াল করা হয়েছে বলেও জানা গেছে। তবে এ বিষয়টি এখনও নিশ্চিত করেনি সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫