Logo
×

Follow Us

ধর্ম

হাদিসের শিক্ষা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০, ১১:১৩

হাদিসের শিক্ষা

সামর্থ্যবানদের ওপর জাকাত ফরজ

ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) মুআজ (রা.)-কে ইয়েমান দেশে (শাসক হিসেবে) প্রেরণ করেন। অতঃপর বলেন, সেখানকার অধিবাসীদের এই সাক্ষ্য দানের প্রতি আহ্বান করবে যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর রাসুল। যদি তারা তা মেনে নেয় তবে তাদের অবগত করো যে, আল্লাহ তাআলা তাদের ওপর প্রতি দিনে ও রাতে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যদি সেটাও তারা মেনে নেয় তবে তাদের অবগত করো যে, আল্লাহ তাআলা তাদের ওপর তাদের সম্পদের মধ্য থেকে সদকা (জাকাত) ফরজ করেছেন। যেটা ধনীদের নিকট থেকে গৃহীত হবে আর দরিদ্রদের মাঝে প্রদান করা হবে। (বুখারি, হাদিস : ১৩৯৫)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, এক বেদুইন নবী (সা.)-এর কাছে এসে বলল, আমাকে এমন একটি আমলের কথা বলুন যদি আমি তা সম্পাদন করি তবে জান্নাতে প্রবেশ করব। রাসুল (সা.) বলেন, আল্লাহর ইবাদত করবে আর তার সঙ্গে অপর কোনো কিছু শরিক করবে না। ফরজ নামাজ আদায় করবে, ফরজ জাকাত প্রদান করবে, রমজান মাসে সিয়াম পালন করবে। সে বলল, যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ করে বলছি, আমি এর চেয়ে বেশি করব না। যখন সে ফিরে গেল, নবী (সা.) বলেন, যে ব্যক্তি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে পছন্দ করে সে যেন এই ব্যক্তি দেখে নেয়। (বুখারি, হাদিস : ১৩৯৭)

জারির ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, আমি নবী (সা.)-এর কাছে নামাজ কায়েম করা, জাকাত দেয়া ও সকল মুসলমানের কল্যাণ কামনা করার ওপর বাইয়াত করি। (বুখারি, হাদিস : ১৪০১)

দান করলে সম্পদ বাড়ে

আবু মাসউদ আনসারি (রা.) বলেন, যখন আল্লাহর রাসুল (সা.) আমাদের সদকা করতে আদেশ করলেন তখন আমাদের কেউ বাজারে গিয়ে পারিশ্রমিকের বিনিময়ে বোঝা বহন করে মুদ পরিমাণ অর্জন করতে (এবং তা হতেই সদকা করত) অথচ আজ তাদের কেউ কেউ লক্ষপতি। (বুখারি, হাদিস : ১৪১৬)


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫