Logo
×

Follow Us

ধর্ম

কোরআনের বাণী

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ০৯:৫২

কোরআনের বাণী

অনুসারীদের ওপর শয়তান কর্তৃত্বশীল

ইরশাদ হয়েছে, ‘বিভ্রান্তদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, তারা ছাড়া আমার বান্দাদের ওপর তোমার কোনো কর্তৃত্ব থাকবে না। অবশ্যই তাদের সবার প্রতিশ্রুত স্থান জাহান্নাম।’

(সুরা : হিজর, আয়াত : ৪২-৪৩)

বিদ্বেষমুক্ত হৃদয় জান্নাতিদের বৈশিষ্ট্য

ইরশাদ হয়েছে, ‘আমি তাদের (জান্নাতি) অন্তর থেকে বিদ্বেষ দূর করব। তারা ভ্রাতৃত্বের সঙ্গে পরস্পর মুখোমুখি আসনে অবস্থান করবে।’

(সুরা : হিজর, আয়াত : ৪৭)

 হতাশা পথভ্রষ্টদের বৈশিষ্ট্য

ইরশাদ হয়েছে, ‘সে বলল, যারা পথভ্রষ্ট, তারা ছাড়া আর কে তার প্রতিপালকের অনুগ্রহ থেকে হতাশ হয়?’

(সুরা : হিজর, আয়াত : ৫৬)

দুনিয়ামুখী মানুষের সঙ্গে থেকো না

ইরশাদ হয়েছে, ‘আমি তাদের বিভিন্ন শ্রেণিকে ভোগ-বিলাসের যে উপকরণ দিয়েছি, তার প্রতি আপনি দৃষ্টি দেবেন না, তাদের জন্য দুঃখ করবেন না; আপনি মুমিনদের জন্য আপনার পক্ষপুট অবনমিত করুন।’ (সুরা : হিজর, আয়াত : ৮৮)

দ্বিনের কাজে সংকোচ কোরো না

ইরশাদ হয়েছে, ‘অতএব আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন, তা প্রচার করুন এবং মুশরিকদের উপেক্ষা করুন।’

(সুরা : হিজর, আয়াত : ৯৪)


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫