
অনুসারীদের ওপর শয়তান কর্তৃত্বশীল
ইরশাদ হয়েছে, ‘বিভ্রান্তদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, তারা ছাড়া আমার বান্দাদের ওপর তোমার কোনো কর্তৃত্ব থাকবে না। অবশ্যই তাদের সবার প্রতিশ্রুত স্থান জাহান্নাম।’
(সুরা : হিজর, আয়াত : ৪২-৪৩)
বিদ্বেষমুক্ত হৃদয় জান্নাতিদের বৈশিষ্ট্য
ইরশাদ হয়েছে, ‘আমি তাদের (জান্নাতি) অন্তর থেকে বিদ্বেষ দূর করব। তারা ভ্রাতৃত্বের সঙ্গে পরস্পর মুখোমুখি আসনে অবস্থান করবে।’
(সুরা : হিজর, আয়াত : ৪৭)
হতাশা পথভ্রষ্টদের বৈশিষ্ট্য
ইরশাদ হয়েছে, ‘সে বলল, যারা পথভ্রষ্ট, তারা ছাড়া আর কে তার প্রতিপালকের অনুগ্রহ থেকে হতাশ হয়?’
(সুরা : হিজর, আয়াত : ৫৬)
দুনিয়ামুখী মানুষের সঙ্গে থেকো না
ইরশাদ হয়েছে, ‘আমি তাদের বিভিন্ন শ্রেণিকে ভোগ-বিলাসের যে উপকরণ দিয়েছি, তার প্রতি আপনি দৃষ্টি দেবেন না, তাদের জন্য দুঃখ করবেন না; আপনি মুমিনদের জন্য আপনার পক্ষপুট অবনমিত করুন।’ (সুরা : হিজর, আয়াত : ৮৮)
দ্বিনের কাজে সংকোচ কোরো না
ইরশাদ হয়েছে, ‘অতএব আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন, তা প্রচার করুন এবং মুশরিকদের উপেক্ষা করুন।’
(সুরা : হিজর, আয়াত : ৯৪)