
চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা পালন করবে মুসলিম উম্মাহ। বাংলাদেশে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) মোতাবেক ২৯ শাবান। এদিন সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে ওই রাতেই তারাবিহ ও পরেরদিন বুধবার (১৪ এপ্রিল) রোজা পালন করবে মুসলিম উম্মাহ।
তবে আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে বৃহস্পতিবার শুরু হবে পবিত্র রমজানের রোজা।
সেহরি ও ইফতারের সময়সূচি-পবিত্র রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। এই সময়সূচি শুধু ঢাকার জন্য, অন্য জেলার স্থানীয় আযানের সময় মিলিয়ে সেহরি ও ইফতার করতে হবে।
নিম্নে ২০২১ সালের সেহরি ও ইফতারের সময়সূচি: