Logo
×

Follow Us

ধর্ম

মৃত্যুর পরও সওয়াব চালু রাখতে চাইলে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ মার্চ ২০২২, ০১:২১

মৃত্যুর পরও সওয়াব চালু রাখতে চাইলে

প্রতীকী ছবি

আরবি শব্দ সদকায়ে জারিয়া। সদকা শব্দের অর্থ দান করা। আর জারিয়া শব্দের অর্থ প্রবহমান, সদাস্থায়ী প্রভৃতি। সদকায়ে জারিয়া হলো- এমন দান যার কার্যকারিতা কখনো শেষ হবে না। 

তবে দান কাউকে দেখানোর উদ্দেশ্যে নয় বরং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে করতে হবে। কিন্তু কথা হলো- সদকায়ে জারিয়া কাদের দেওয়া যাবে?

যার বেনিফিট ও লাভ মৃত্যুর পরেও একজন মানুষের আমলনামায় জমা হতেই থাকে। সুতরাং মৃত্যুর আগে যথাসম্ভব প্রত্যেকের কিছু সদকায়ে জারিয়ার কাজ করার চেষ্টা করে যাওয়া উচিত।

সদকায়ে জারিয়া (প্রবহমান/স্থায়ী দান) হলো- এমন দান, যা থেকে দীর্ঘস্থায়ী ভাবে মানুষ উপকৃত হয়। যেমন- 

১. মসজিদ ও মাদরাসা নির্মাণ। 

২. জনকল্যাণ মূলক কাজের উদ্দেশ্যে জায়গা-জমি ওয়াকফ (দান)। 

৩. রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ইত্যাদি নির্মাণ। 

৪. দুঃস্থ, অসহায় ও এতিমদের জন্য বাসস্থান। 

৫. দাতব্য চিকিৎলয় স্থাপন। 

৬. ইসলামি লাইব্রেরী প্রতিষ্ঠা বা তাতে বই-পুস্তক কিনে দেওয়া। 

৭. কোরআন শিক্ষা দেয়া বা কোরআন দান করা। 

৮. ইসলাম সম্পর্কে বই-পুস্তক লেখা। 

৯. ইন্টারনেট বা বিনামূল্যে বই-পুস্তক ও দ্বীন শিক্ষার উপকরণ বিতরণের মাধ্যমে ইসলাম প্রচার করা। 

১০. গরীব অসহায় তালিবুল ইলম (দ্বীন শিক্ষার্থী) এর লেখাপড়ার পৃষ্ঠপোষকতা করা এবং তার বই-পুস্তক এর ব্যবস্থা করে দেয়া। 

১১. গরিব ও অসমর্থ লোকদের জন্য ঘরবাড়ি তৈরি করা। 

১২. গরিব অথবা সর্ব সাধারণের পানি পানের উদ্দেশ্য টিউব ওয়েল স্থাপন। 

১৩. রক্তদানের মাধ্যমে মানুষের জীবন রক্ষা করা ইত্যাদি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫