Logo
×

Follow Us

ধর্ম

বদনজর থেকে শিশুকে সুরক্ষিত রাখার দোয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ১১:২৫

বদনজর থেকে শিশুকে সুরক্ষিত রাখার দোয়া

প্রত্যেক সন্তান বাবা মায়ের অত্যন্ত আদরের। ছবি: সংগৃহীত

সন্তান আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত। প্রত্যেক সন্তান বাবা মায়ের অত্যন্ত আদরের। সন্তানের ভালো মন্দের বিষয়ে বাবা মায়ের মতো কেউ ভাবেনা। আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহ তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের যুগল হতে তোমাদের জন্য পুত্র ও পৌত্রাদি সৃষ্টি করেছেন এবং তোমাদের উত্তম জীবনোপকরণ দিয়েছেন।’ (সুরা-১৬ নাহল, আয়াত: ৭২)।

পবিত্র কোরআনে মহান আল্লাহ আরও বলেন, ‘ধন, ঐশ্বর্য ও সন্তানসন্ততি পার্থিব জীবনের অলংকার।’ (সুরা কাহাফ : ৪৬)

মা বাবা সন্তানকে তাদের ভালোবাসায় সমস্ত বিপদ থেকে সুরক্ষিত রাখতে চায়। সন্তানকে দেখে মা-বাবার হৃদয় আন্দোলিত হয়। এক অন্য রকম ভালো লাগায় হৃদয় মন ভরে ওঠে। শিশু জন্মের পর থেকে বেড়ে ওঠার প্রতিটি মুহুর্তে রোগ ব্যাধি বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়। কখনো খারাপ মানুষের দৃষ্টি লেগে বদনজরের শিকার হয় শিশু। এতে তার স্বাভাবিক বিকাশ বিঘ্ন হয়।

অনেক সময় ‍শিশুর ওপর এসবের প্রভাব এমনভাবে পড়ে যে শিশুকে আর সুস্থ করা যায় না। আজীবন বয়ে বেড়াতে হয় বদনজরের মন্দ ক্রিয়া।

কারো বদ নজর লেগে গেলে এ থেকে রক্ষায় আল্লাহ তায়ালার কাছে সাহায্য প্রার্থনা করা উচিত। এ বিষয়ে হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা বদ নজরের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর। কেননা নজরের প্রভাব সত্য।’ (ইবনে মাজাহ, হাদিস : ৩৫০৮)

শিশুদের বদনজর থেকে রক্ষায় আল্লাহর রাসুল দোয়া শিক্ষা দিয়েছেন। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের দুই প্রাণপ্রিয় নাতি হজরত হাসান-হুসাইনের জন্য নিরাপত্তার দোয়া করেছেন। এছাড়াও বদনজর থেকে বাঁচাতে নবীজি (সা.) ছোটদের কোলে নিয়ে দোয়া পড়ে ফুঁ দিতেন। 

হাদিসের গ্রন্থগুলোতে বর্ণিত এমন একটি দোয়া হলো- 

أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لامَّةٍ

উচ্চারণ: উইজুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন।

অর্থ: আমি তোমাদের উভয়কে আল্লাহর কালামের আশ্রয়ে রাখতে চাই সবধরনের শয়তান হতে, কষ্টদায়ক বস্তু হতে এবং সব ধরনের বদ নজর হতে। (বুখারি, হাদিস: ৩৩৭১)

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫