
ওজনে কম দিলে সমাজে বিপর্যয় সৃষ্টি হয়
ইরশাদ হয়েছে, ‘তোমরা লোকদের তাদের প্রাপ্য বস্তু কম দেবে না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে না।’ (সুরা শুআরা, আয়াত : ১৮৩)
আসমানি কিতাবগুলোয় কোরআনের কথা আছে
ইরশাদ হয়েছে, ‘পূর্ববর্তী কিতাবগুলোতে অবশ্যই আছে এর (কোরআনের) কথা। বনি ইসরাইলের পণ্ডিতরা এ বিষয়ে অবগত আছে—এটা কি তাদের জন্য নিদর্শন নয়?’ (সুরা শুআরা, আয়াত : ১৯৬-১৯৭)
আল্লাহর আকস্মিক শাস্তিকে ভয় করো
ইরশাদ হয়েছে, ‘তারা এতে (কোরআন) ঈমান আনবে না, যতক্ষণ না তারা মর্মন্তুদ শাস্তি প্রত্যক্ষ করে। ফলে তা তাদের কাছে হাজির হবে আকস্মিকভাবে; তারা কিছুই বুঝতে পারবে না।’ (সুরা শুআরা, আয়াত : ২০১-২০২)
দ্বিনের ব্যাপারে আপনদের সতর্ক করো
ইরশাদ হয়েছে, ‘আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করে দিন।’
(সুরা শুআরা, আয়াত : ২১৪)
মুমিনদের প্রতি বিনয়ী হও
ইরশাদ হয়েছে, ‘যারা আপনার অনুসরণ করে সেই মুমিনদের প্রতি বিনয়ী হও।’ (সুরা শুআরা, আয়াত : ২১৫)