Logo
×

Follow Us

ধর্ম

স্বামীকে ভাই ডাক, ইসলামের বিধানে যা আছে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ জুন ২০২২, ১৮:৩০

স্বামীকে ভাই ডাক, ইসলামের বিধানে যা আছে

প্রতীকী ছবি

স্বামীকে ভাই সম্বোধনের বিষয়ে ইসলামী রীতিতে সতর্ক করেছেন ধর্মীয় চিন্তাবিদরা।

স্ত্রী তার স্বামীকে ভাই বলে সম্বোধন করা বা স্বামী তার স্ত্রীকে বোন বলে সম্বোধন করা শরিয়তের দৃষ্টিতে অনুচিৎ। হাদিসে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে।

‘আবু তামীমাহ আলহুজাইমী (রা.) সূত্রে বর্ণিত। এক ব্যক্তি তার স্ত্রীকে বললো, হে আমার বোন? রাসূল (সা.) বললেন, সে কি তোমার বোন? তিনি তার এরূপ সম্বোধনকে অপছন্দ করলেন এবং এরূপ করতে নিষেধ করলেন।’ [সুনানে আবুদাউদ, হাদিস: ২২১০]

একইভাবে স্বামীকে ভাই বলে সম্বোধন করাও অনুচিত। তবে কেউ এমন বলে ফেললে এর কারণে বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না। (ফাতহুল কাদির ৪/৯১; ফাতাওয়া হিন্দিয়া ১/৫০৭; রদ্দুল মুহতার ৩/৪৭০)

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫