আরবি কোন উৎসব কোন মাসে পালিত হয়

ইসলাম পূর্ব সময় ও হিজরি সাল সূচনার আগে থেকেই আরবরা চন্দ্র মাসের ব্যবহার করতেন। অন্যান্য সালের মতো হিজরি সালেও ১২টি মাস রয়েছে।

সেই হিসাবে ইসলামিক উৎসবগুলো আরবি দিন ও তারিখ মোতাবেক পালন করা হয়ে থাকে। এখন আমরা জানবো কোন উৎসব কোন মাসের কত তারিখে অনুষ্ঠিত হয়। বা কোন ইবাদত কোন মাসের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পালন করতে হয়।

শবে মিরাজ: রজব মাসের ২৭ তারিখে অনুষ্ঠিত হয়।

শবে বরাত: শাবান মাসের ১৫ তারিখ।

রমজান: রমজান মাসের প্রথম দিন হতে শেষ দিন পর্যন্ত।

ঈদুল ফিতর: শাওয়াল মাসের ১ তারিখ।

হজ: জিলহজ মাসের ৯ তারিখ।

ঈদুল আযহা: জিলহজ্ব মাসের ১০ তারিখ।

আশুরা: ১০ মহররম।

ঈদে মিলাদুন্নবী: ১২ রবিউল আউয়াল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //