Logo
×

Follow Us

ধর্ম

জুমার দিনের ফজিলতপূর্ণ আমল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ১২:২৮

জুমার দিনের  ফজিলতপূর্ণ  আমল

প্রতীকী ছবি।

জুমার দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। এ দিন মুসলমানদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এ দিনে ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে। আল্লাহ তায়ালা নিজেই জুমার দিনের উপর গুরুত্বারোপ করেছেন।

দিনটি যেমন ফজিলতপূর্ণ তেমনি এ দিনের নামাজ-ইবাদতও ফজিলতপূর্ণ। হাদিসের এ দিনের অনেক ফজিলত ঘোষণা করা হয়েছে। দিনটি জুড়ে রয়েছে অনেক সুন্নত আমল। 

সুন্নত আমলগুলো হলো:

১. ফজরের নামাজে সুরা সাজদা ও সুরা ইনসান পড়া।

২. গোসল করা।

৩. উত্তম পোশাক পরা।

৪. সুগন্ধি ব্যবহার করা।

৫. আজানের সাথে সাথে (আগে-ভাগে) মসজিদে যাওয়া।

৬. সুরা কাহফ পড়া।

৭. বেশি বেশি দরুদ পড়া।

৮. মসজিদে প্রবেশ করেই দুই রাকাত সুন্নত নামাজ পড়া।

৯. মসজিদে প্রবেশ করে খতিবের দিকে মুখ করে বসা।

১০. ইমামের খুতবা শোনার জন্য চুপচাপ অপেক্ষা করা।

১১. খুতবা শুরু হলে নিরব থেকে মনোযোগের সাথে তা শোনা।

১২. জুমার নামাজ সুরা আলা ও সুরা গাশিয়া দিয়ে আদায় করা।

১৩. জুমার নামাজ সম্পন্ন হলে ২/৪ রাকাত নফল নামাজ পড়া।

১৪. জুমার দিন বেশি বেশি দোয়া করা। বিশেষ করে বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ে এ দোয়া করা।

জুমার দিনের বিশেষ ও গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে দোয়া করা। জাবের ইবনে আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত হাদিসে প্রিয় নবী (সা.) বলেন, জুমার দিনের বারো ঘণ্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে, তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করবে আল্লাহ তা কবুল করেন। (আবু দাউদ, হাদিস : ১০৪৮)

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫