নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১২:০০ পিএম
আপডেট: ২২ জানুয়ারি ২০২৩, ১২:০৩ পিএম
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান করেছে ইসলামিক ফাউন্ডেশন। আগামীকাল সোমবার (২২ জানুয়ারি) পবিত্র শব-ই-মিরাজের তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হবে।
আজ রবিবার (২২ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এত বলা হয়েছে, ১৪৪৪ হিজরি সনের পবিত্র শব-ই-মিরাজের তারিখ নির্ধারণ এবং পবিত্র রজব মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
টেলিফোন নম্বরগুলো হলো ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ এবং ০২-৪১০৫০৯১৭।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh