১৭ দিন আগেই চাঁদ ওঠার সময় জানালেন জ্যোতির্বিদরা

রোজা আদায় ও ঈদ পালন নির্ভর করে চাঁদের উপর। আগে শুধু খালি চোখেই দেখা হত চাঁদ। এরপর টেলিস্কোপসহ অন্যান্য ভালো প্রযুক্তি আসার পর চাঁদ দেখার বিষয়টি সহজ হয়েছে।

তবে প্রযুক্তি উন্নতি হতে হতে এমন পর্যায়ে পৌঁছেছে যে, ১৭ দিন আগেই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়ে দিয়েছেন ২০২৩ সালের পবিত্র ঈদুল ফিতরের চাঁদ কবে ওঠবে। শুধু দিন নয়— কখন, কোন সময়ের কত মিনিটে চাঁদ ওঠবে সেটিও জানিয়েছেন তারা।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

আল আরাবিয়ার জানিয়েছে, আমিরাত এস্ট্রোনমি সোসাইটির বোর্ড অব ডাইরেক্টর ইব্রাহিম আল-জারওয়ান চাঁদ ওঠার ব্যাপারে বলেছেন, ‘রমজান মাসের পূর্ণ চাঁদ দেখা যাবে বৃহস্পতিবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা ৩৬ মিনিটে। অপরদিকে শাওয়াল মাস অর্থাৎ ঈদের চাঁদের জন্ম হবে ওই একই দিন বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৮টা ১৩ মিনিটে। ওইদিন সূর্য অস্ত যাওয়ার ২২ মিনিট পর্যন্ত চাঁদটি দেখা যাবে।

হিসাব অনুযায়ী, আগামী ২১ এপ্রিল আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। যদি আরব আমিরাত সরকার ওইদিন চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত করে ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়, তাহলে দেশটির বাসিন্দারা চারদিনের ছুটি পাবেন। এ হিসেবে বাংলাদেশে ঈদ উদযাপিত হবে ২২ এপ্রিল।

শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে এক মাসের সিয়াম-সাধনা শেষ করে শাওয়ালের প্রথম দিন ঈদ উদযাপন করেন তারা বিশ্বের সকল মুসলিম।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //