হজযাত্রীদের ভ্রমণ নিরাপদ করতে চারটি বিশেষ নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক ভ্রমণ আইনের অধীনে নিষিদ্ধ যে কোনও ধরনের বস্তু বহন না করার নির্দেশ দেওয়া হয়েছে।
সাবাক ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, মক্কা ও মদিনা আপনার জন্য অপেক্ষা করছে- শিরোনামে টুইটারে একটি হ্যাশট্যাগ প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়।
যে চারটি নির্দেশনা দেওয়া হয়েছে-
১. বিমানে প্লাস্টিকের ব্যাগ বহন করা নিষিদ্ধ, হজযাত্রীরা তাদের জিনিসপত্র প্লাস্টিকের ব্যাগে বহন করবেন না। হজযাত্রীদের জিনিসপত্র প্লাস্টিকের ব্যাগে বহন করলে এয়ারপোর্টে ঝামেলা হতে পারে।
২. ব্যাগে পানি বা অন্য কোনো তরল বস্তু রাখা যাবে না।
৩. লাগেজ ভালোভাবে লক করতে হবে।
৪. জিনিসপত্র কাপড় দিয়ে মোড়ানো যাবে না। মোড়ানো বা কাপড়ের বস্তায় কোন ব্যাগ বহন করা নিষিদ্ধ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : হজ হজযাত্রী ওমরাহ সৌদি আরব হজ ও ওমরা মন্ত্রণালয়
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh