আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন আজ। জুমার নামাজের পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে এটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মসজিদুল আকসার ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী।
আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি) তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আগামীকাল অনুষ্ঠিতব্য মহাসম্মেলন দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে তাহাফফুজে খতমে নবুয়তের নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং দ্বিতীয় পর্বে ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান সভাপতিত্ব করবেন।
মহাসচিব বলেন, মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম আল্লামা শায়েখ ড. আলী ওমর ইয়াকুব আব্বাসী। এ ছাড়া দেশ বরেণ্য উলামায়ে কেরাম এতে বক্তব্য প্রদান করবেন।
এই সম্মেলনে দেশের আপামর তৌহিদি জনতা স্বতঃস্ফূর্তভাবে সম্মেলনে অংশ নিয়ে ইসলামের প্রতি তাদের অঙ্গীকার নবায়ন করবেন এবং নিজেদের ইমানি দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রসঙ্গত, মসজিদুল আকসার ইমাম আল্লামা শায়েখ ড. আলী ওমর ইয়াকুব আব্বাসী গত ২৯ ডিসেম্বর বাংলাদেশে এসেছেন। তার ১০ দিন থাকার কথা রয়েছে। এরপর থেকে তিনি দেশের বিভিন্ন বিভাগীয় এবং জেলা সদরে ইসলামি সম্মেলনে অংশগ্রহণ করছেন। আগামী ৮ জানুয়ারি তার ফিলিস্তিনের উদ্দেশে রওনা করার কথা রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদুল আকসার ইমাম ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh