লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:১৭ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:১৮ পিএম
জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর লালমনিরহাটে মাহফিলে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ১৭টি শাটল কোচ চালু করেছে লালমনিরহাট রেলওয়ে বিভাগ। আজ শনিবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রেল বিভাগের সহকারী সড়ক পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলাম।
এদিকে কেউ রেলে, কেউ বাসে, কেউ অটোরিকশা, ভ্যান ও পিকআপে দলে দলে মাহফিলে পৌঁছাচ্ছেন। ইতোমধ্যে মাহফিলের মূল মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে। এছাড়াও শহরের কালেক্টরেট মাঠ, সিপি স্কুল মাঠও প্রায় পূর্ণ।
এদিকে নারীদের জন্য প্রস্তুত রাখা জেলা স্টেডিয়াম মাঠও প্রায় কানায় কানায় পূর্ণ। এসব মাঠে এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখা ও শোনার ব্যবস্থা রাখা হয়েছে।
জোহরের পর ড. মিজানুর রহমান আজহারী বয়ান করবেন বলে জানিয়েছে মাহফিল কমিটি।
মাহফিল বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মো. রেনায়েল আলম রেল বিভাগের অতিরিক্ত এ ট্রেনের নতুন কোচ সুবিধা চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া রংপুর বিভাগের আট জেলা থেকে শত শত বাস লালমনিরহাট আসার খবর জানা গেছে। লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতির বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, শনিবার জেলায় আজহারীর মাহফিলকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
এদিকে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলকে ঘিরে গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) জুমার নামাজের পর থেকে মাহফিলের মূল মাঠে কম্বল, চাদর নিয়ে অবস্থান নেন দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা। জেলার বাইরে থেকে আসা লোকজন চাদর-কম্বল নিয়ে রাতের কনকনে শীতে মাঠেই রাত্রিযাপন করেন। গত রাতেই লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে মূল মাহফিল মাঠে।
এই মাহফিলে কমপক্ষে ৮ থেকে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে জানিয়েছে আয়োজক কমিটি। মূল প্যান্ডেল ছাড়াও মোট ৪টি মাঠ প্রস্তুত রাখা হয়েছে। মাহফিল ঘিরে তৎপর লালমনিরহাটের আইন-শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীসহ রয়েছে আয়োজকদের স্বেচ্ছাসেবকের বিশাল কর্মী বাহিনী।
‘ইসলামিক সোসাইটি লালমনিরহাট’-এর ব্যানারে এ মাহফিলটির আয়োজন করা হয়েছে।
মাহফিলে সভাপতিত্ব করবেন ব্যবসায়ী আব্দুল হাকিম। জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
মাহফিলের সভাপতি আব্দুল হাকিম বলেন, মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে মাঠগুলোতে। পুরো শহরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তা ও অতিথিদের বক্তব্য শোনার ব্যবস্থা রাখা হয়েছে।
পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, মিজানুর রহমান আজহারীর মাহফিলে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে আনসার, পুলিশ র্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা। আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে প্রায় পাঁচ হাজার।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : আজহারী লালমনিরহাট
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh