১৪-১৬ ফেব্রুয়ারি ইজতেমা করার ঘোষণা সাদপন্থিদের

টঙ্গীর তুরাগ নদী তীরে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমা করার ঘোষণা দিয়েছে সাদপন্থিরা।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সাদপন্থির মিডিয়া সমন্বয়ক মো. সায়েম এ তথ্য জানান।

সায়েম বলেন, এবার আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে সরকার। আমরা আল্লাহর কাছে বিচার দিলাম, ইনশাআল্লাহ মজলুমের জন্য আল্লাহই যথেষ্ট। টঙ্গীর সহিংসতা ঘটনার আগের থেকেই সরকার আমাদের সঙ্গে ওয়াদা খেলাফ করেছে।

তিনি অভিযোগ করে বলেন, টঙ্গী ঘটনার পরে সরকার বিচারাধীন বিষয় আমাদেরকে দোষী বানানোর চেষ্টা করছে। এ ছাড়া আমাদের নিহত সাথীর পক্ষে থানায় মামলাও গ্রহণ করেনি।

তিনি আরও বলেন, হেফাজতকে দুই পর্বের ইজতেমার অনুমতি দেয় এবং শুধু তাদের সঙ্গে বৈঠক করে ফয়সালা করে। আর আমাদের ১৪ তারিখ ইজতেমা করতে সরকার চাপ দেয়। মেহনতকে সামনে রেখে আমাদের বড়রা শুক্রবার ফয়সালা করেন যে, ইনশাআল্লাহ আমরা ১৪, ১৫, ১৬ ফেব্রুয়ারি ইজতেমার টঙ্গীর ময়দানে করব।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh