Logo
×

Follow Us

ধর্ম

কুতুববাগ দরবার শরিফের ওরস স্থগিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১২:৫৫

কুতুববাগ দরবার শরিফের ওরস স্থগিত

কুতুববাগ দরবার শরিফের ওরস স্থগিত। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে কুতুববাগ দরবার শরিফের ওরস স্থগিত করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও আলেম-ওলামাদের সঙ্গে কোনও ধরনের সংঘাত যাতে না হয়, সে জন্য এই সিদ্ধান্ত নিয়েছে দরবার কর্তৃপক্ষ।

গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) রাতে দরবারের পীর ও শাহ সুফি হজরত সৈয়দ জাকির শাহের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

গত ২৭ জানুয়ারি প্রায় শতাধিক আলেম-ওলামা ও স্থানীয় বাসিন্দা কুতুববাগ দরবার শরিফের ওরস বন্ধের দাবিতে ফার্মগেটে জড়ো হয়ে মানববন্ধন করেন। পরে তেজগাঁও কলেজের সামনে থেকে একটি মিছিল নিয়ে তারা দরবার শরিফের মূল ভবনের সামনের দিকে এগিয়ে যান। ওই সময় সড়কের পাশে ওরস উপলক্ষে তৈরি করা অস্থায়ী স্থাপনা ভাঙচুর করা হয়। একই সময় তারা নানা স্লোগান দেন।

পরে উত্তেজিত ওরসের গেট ও প্যান্ডেলের সামনেও ভাঙচুরের চেষ্টা চালায়। আলেমরা তাতে বাধা দেন। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে পরে আবারও তেজগাঁও কলেজের সামনে অবস্থান নেন স্থানীয় আলেম-ওলামা ও এলাকাবাসীরা।

আজ বৃহস্পতি ও শুত্রবার (৩০ ও ৩১ জানুয়ারি) ফার্মগেট ৩৪ ইন্দিরা রোডে কুতুববাগ দরবার শরিফের বার্ষিক ওরস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, ২০১৭ সালে ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হক কুতুববাগ দরবার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে জানিয়ে দেন, ঢাকার মধ্যে কোনও ওরস করতে দেওয়া হবে না। কিন্তু মেয়রের মৃত্যুর পর ফার্মগেটের পার্কে ওরসের আয়োজন করে কুতুববাগ দরবার শরীফ। পরে ২০১৭ সালের ১৭ ডিসেম্বর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ওরসের তোরণ ভেঙে দিয়ে আবারও জানিয়ে দেয়, ঢাকায় এ ধরনের অনুষ্ঠান করতে দেওয়া হবে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫