শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় সোমবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হবে। রবিবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির এ ঘোষণার সঙ্গে সঙ্গে বাড়িতে বাড়িতে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি।
ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ খুশির ঘোষণা আসে।
শাওয়ালের চাঁদ দেখা দেওয়ায় এবার রমজান মাস শেষ হল ২৯ দিনে।
মধ্যপ্রাচ্যে শনিবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ বেশ কয়েকটি দেশে রবিবার ঈদ উদযাপিত হয়।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও বিভিন্ন জেলার অর্ধশত গ্রামে রবিবার ঈদ উদযাপিত হয়।
হিজরি সালের রমজানে এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।
অন্তর্বর্তী সরকার ঈদের ছুটি একদিন বাড়ানোয় এবার রোজার ঈদে টানা নয় দিন ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। জাতীয় ইদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাতে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে নামাজ পড়বেন।
প্রতিবারের মতো এবারও অনেকে সরকারি ছুটিতে নগর ছেড়ে সপরিবারে গ্রামে গেছেন স্বজনদের সঙ্গে ঈদ করতে। আগের মত দুর্ভোগ না হওয়ায় এবারের ঈদযাত্রা ছিল স্বস্তির।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঈদুল ফিতর চাঁদ দেখা কমিটি
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh